Header Ads

বাংলা কবিতা ও গল্প

"মানুষের আত্মাবিশ্বাস প্রতিফলিত হয়েছে """" আমি কী পারব?"" কবিতায়

  









কবিতার নামঃ আমি কী পারব?
মোঃ সাজ্জাদুর রহমান সুমন 

""আমি কী পারব?
মা- বাবার আকাশ ছোঁয়া স্বপ্নকে
বাস্তবে রুপ দিয়ে
সুন্দর করে গড়তে জীবনকে।

আমি কী পারব?
আমার জন্মভূমি বাংলাদেশকে
সোনার বাংলা গড়ে
ছিনিয়ে আনব বিশ্বসেরা
আমার মাতৃভূমি দেশকে।

আমি কী পারব?
 দুঃখ ভরা মানুষের পাশে গিয়ে
সুন্দর সমাজ গড়বো তাদেরকে নিয়ে।

আমি কী পারব?
আমার জীবনকে তাদের
জীবনের মত গড়তে
যারা মরে ও এখনও রয়েছে
মানুষের মনে গেঁথে।

পারতে হবে আমাকে
আকাশ ছোঁয়া  স্বপ্নকে
বাস্তবে রুপ দিতে
জীবন যায় যাবে
তবু পরাজয়কে মানবো না
জীবনের রক্ত বিন্দু যত দিন রবে।


পরাজয়কে করলে ভয়
পাবো নাকো কোন দিনও জয়
জয় পেতে হলে,
জীবনকে করতে হবে ক্ষণে ক্ষণে   ক্ষয়।।।"""

No comments

Powered by Blogger.